ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

তুহিনের ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১৮ অক্টোবর ২০১৯

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং যথাযত তদন্তের মাধ্যমে খুনিদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে কালের কণ্ঠ শুভসংঘ এই কর্মসূচি পালন করে। কর্মসুচিতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন। বক্তারা দিরাইয়ে ইতোপূর্বে প্রতিপক্ষকে ফাঁসানোর যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলোর পুনঃতদন্তেরও দাবি জানান। এই মামলায় দ্রুত সময়ে যথাযথ প্রক্রিয়ায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, কমরেড অমরচান দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, এডভোকেট মো. বুরহান উদ্দিন, শিক্ষক শাহজাহান সিরাজ, সাহেরিন চৌধুরী মিশুক, সাংবাদিক সারোয়ার হোসেন, ছাত্রনেতা আসাদ মনি, ছাত্র নেতা নূরজাহান সাদেক নূরী প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামাল আহমেদ, হাসান আহমেদ, রাজীব, মিল্লাত আহমেদ, প্রলয় দাস, সাকিবুল ইসলাম আরিফ, শাকিল আহমেদ, হীরা প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভোররাতে দিরাই উপজেলার খেজাউড়া গ্রামের শিশু তুহিনকে বাবা ও চাচা মিলে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় বাবা ও দুই চাচাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এক চাচা ও চাচাতো ভাই হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি