ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাভারে ট্রেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

সাভার প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৬:০১, ১৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৬:১২, ১৮ অক্টোবর ২০১৯

সাভারের হেমায়েতপুরে সুতার গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসেছে। আজ শুক্রবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের অবণী নীট ওয়্যার গার্মেন্টস এর সূতা, কাপড় ও কার্টুন রাখার গোডাউনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায় দুপুর আড়াইটার দিকে ওই পোশাক কারখানার কাপড় ও কার্টুন রাখার গোডাউনে আগুন লাগে পরে মুহুতের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

এসময় আগুনের ছবি তুলতে গেলে কারখানা কর্র্তৃপক্ষ সাংবাদিকদের কারখানায় প্রবেশ করতে বাধা প্রদান করেন। একপর্যায়ে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালায়। 

পরে পুলিশ গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ বলেন কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি