ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বোনের মৃত্যু

নড়াইল সংবাদদাতা

প্রকাশিত : ২২:৫৫, ১৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়ার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে পুকুরে ডুবতে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে ভাইসহ বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়,  চাচাতো ভাই রাহাত (৭) পুকুরে পড়ে গিয়ে ডুবে যাচ্ছিল দেখে তাবাসসুম (১২) তাকে উদ্ধার করতে যায়। বাঁচার জন্য শিশু রাহাত তাবাসসুমের গলা জড়িয়ে ধরলে দু'জনেই পুকুরে ডুবে মারা যায়। দীর্ঘ সময় বাড়িতে না আসায় তাদের খোঁজাখুজি শুরু হয়। 

এক পর্যায়ে পরিবারের সদস্যরা পুকুর পাড়ে তাদের স্যান্ডেল দেখতে পান। তবে ওই সময়ও তাদের মৃতদেহ ভেসে না ওঠায় পরিবারের সদস্যরা পুকুরে নেমে তাদের খুঁজতে থাকে। 

বেলটিয়া গ্রামের স্কুলশিক্ষক হান্নান শেখের ছেলে রাহাত এবং স্কুলশিক্ষক অহিদুর রহমানের মেয়ে তাবাসসুম বলে জানা গেছে। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি