ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে শেখ রাসেলের জন্মদিন পালিত

বেনাপোল(যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২২, ১৮ অক্টোবর ২০১৯

শেখ রাসেল শিশু কিশোর পরিষদ যশোরের বেনাপোলে পৌর শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে র‌্যালির মধ্য দিয়ে দিনটি শুভ সূচনা হয়। পরে বিদ্যালয়ের মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি কবির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  ফারুক হোসেন উজ্জলের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কোমলমতি শিশু শিক্ষার্থী, স্কাউটদের নিয়ে কেক কাটা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ্ অলোক সরদার, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সদস্য এমাদুল সজল, আওয়াল হোসেন, কামরুজ্জামান তরু, মিজানুর রহমান, মনির হোসেন, ইমাদুল বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, হারুন-অর-রশীদ প্রমূখ।
কেআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি