ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৯, ১৮ অক্টোবর ২০১৯

নিহত ছাত্রলীগ কর্মী তালিমের স্বজনদের স্বান্তনা দিচ্ছেন পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান।

নিহত ছাত্রলীগ কর্মী তালিমের স্বজনদের স্বান্তনা দিচ্ছেন পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান।

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তালিম মল্লিক (১৯) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় সদর উপজেলার খানজাহান (র.)-এর মাজার সংলগ্ন এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত তালিম মল্লিক সদর উপজেলার সিংড়াই গ্রামের ইয়াছিন মল্লিকের ছেলে।  

জানা গেছে, এদিন রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার খানজাহান (র.)-এর মাজার সংলগ্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কলেজছাত্র তালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষ ওই যুবক। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোঃ রাফিউল ইসলাম বলেন, তামিম মল্লিককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কিছু লোকজন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

তার মুত্যুর খবরে রাতেই জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ দলীয় নেতকর্মীরা হাসপাতালে ছুটে যান। সে ছাত্রলীগের কর্মী বলে দলীয় সূত্রে জনা গেছে। 

এ সময় মেয়র বলেন, যারা এই ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে তারা স্বাধীনতা বিরোধী চক্র। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ যুবকের ছুরিকাঘাতে তালিম মল্লিক নিহত হয়েছেন। ঘটনার ঘাতককে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি