ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ১৯ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৯:৪৩, ১৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্য একটি ট্রাক চালকও।

শনিবার ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। 

জানা যায়, মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত হেলপার ও ঘুমন্ত ট্রাক চালকের নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকের বডি কেটে নিহতদের মরদেহ উদ্ধার করে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ভোররাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হেলপার ও ট্রাকচালক নিহত হয়েছেন। অন্য ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে’।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি