ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ১৯ অক্টোবর ২০১৯ | আপডেট: ১০:৪৫, ১৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভুতগাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

নিহত আমিনুল ইসলাম পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের শাহাবুল ইসলামের ছেলে। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, শুক্রবার রাতে একই উপজেলার ভুতগাড়ী গ্রামে আমিনুল তার দল নিয়ে অপহরণ ও মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে একত্রিত হচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি লক্ষ্য করে তারা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে অন্যেরা পালিয়ে গেলেও আমিনুল গুলিবিব্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। 

অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক কারবার, ছিনতাইসহ ৮টি মামলার পলাতক আসামি বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি