ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

মেরিন ড্রাইভে মিলল গুলিবিদ্ধ যুবকের লাশ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৭, ১৯ অক্টোবর ২০১৯

কক্সবাজার-উখিয়া মেরিন ড্রাইভ সড়ক থেকে অজ্ঞাত যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল এলাকা থেকে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা মৃতদেহটি উদ্ধার করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকালে স্থানীয়রা ওই এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটির শরীরে কালো শার্ট, পরনে জিন্স প্যান্ট এবং শরীরে ৪টি গুলির চিহ্ন রয়েছে। 

তিনি আরও জানান, নিহত যুবকের বয়স অনুমানিক ২৮ বছর হতে পারে। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি