ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাউফলে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার দায়ে ১৪ জেলে আটক 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০২, ১৯ অক্টোবর ২০১৯

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের দুটি মোবাইল টিম বিকালে তেঁতুলিয়া নদীর নিমদি, চরওয়াডেল, খানকা চন্দ্রদ্বীপ, বাতিরখাল, চরমিয়াজান ও চর রায়সাহেব এলাকা থেকে পাশের ভোলা জেলার সদর উপজেলা ও বোরহান উদ্দিনের ১৪ জেলেকে আটক করেছে।

এসময় ১৫ হাজার মিটার জাল ও ১৫ কেজি ডিমওয়ালা ইলিশ মাছ জব্দ করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন ইব্রাহিম ও আজগর মাল নামে দুইজনকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অপর ১২ জন জেলের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি