ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫০, ২০ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৬:০৫, ২০ অক্টোবর ২০১৯

কুমিল্লা সদর উপজেলার সাতরা চম্পকনগর এলাকায় মেহেদী হাসান রিফাত (১২) নামের এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এই ঘটনায় রিদয় (২০) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিহত মেহেদী হাসান রিফাত আদর্শ সদর উপজেলার সাতরা চম্পকনগর এলাকার সৌদি প্রবাসী আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মেহেদী হাসান রিফাত বাড়ি থেকে প্রাইভেট পড়তে যায়। পরে রাত ৯টা পর্যন্ত বাসায় না ফেরায় রিফাতের মা কোচিংয়ে ফোন দিয়ে জানতে পারে সে রাত সোয়া ৮ টার দিকে কোচিং শেষে বাড়িতে চলে গেছে।

এর পর বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৯ টার দিকে পাশের একটি ডোবাতে শিশু রিফাতকে পড়ে থাকতে দেখে চাচা আবদুল হান্নান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি