ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ছাতকে ঠিকাদার জাতীয় শ্রমিক লীগের ১৫ দফা দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৪, ২০ অক্টোবর ২০১৯

সুনামগঞ্জের ছাতকে ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবাদ সভা করেছে ঠিকাদার জাতীয় শ্রমিক লীগের শ্রমিকরা। শ্রমিকদের ব্যক্তিগত ইনস্যুরেন্স গ্রুপ বীমা, বাৎসরিক বেতন সরকারি আইন অনুযায়ী (প্রস্তাবিত ১২% হার) বৃদ্ধি, বাৎসরিক ছুটি, উৎসব ছুটি কার্যকরসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর ২টায় ছাতক উপজেলা ঠিকাদার শ্রমিক লীগের আয়োজন নোয়ারাই বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ছাতক উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আইনুল আহমেদ সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোবিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, ছাতক উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু বক্কর রাজা, ছাতক সিমেন্ট কারখানা সিবিএ সেক্রেটারি আব্দুল কদ্দুছ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক এমএইচ খালেদ, উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, শ্রমিক নেতা আওরঙ্গজেব খান, উজির আলী, এসময় উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি গিয়াস উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক নবীর হোসেন স্বপন, দফতর সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক মোর্শেদ মিয়া, প্রচার সম্পাদক রহিম আহমদ, সদস্য হিরন মিয়া, লায়েক মিয়া, মাছুম আহমদ, শ্রমিক নেতা আবু বক্কর সিদ্দীক, সাফাতুর রহমান,হেলাল আহমদ, আরিফ আহমদসহ প্রমুখ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, ছাতক উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু বক্কর রাজা, ছাতক সিমেন্ট কারখানা সিবিএ সেক্রেটারি আব্দুল কদ্দুছ, প্রমুখ।

বক্তারা শ্রমিকদের নির্ধারিত দাবি মেনে নেয়ার জন্য লাফার্জ হোলসিম কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে দাবি মেনে না নেয়া হলে শ্রমিকরা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি