ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন!

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ২০ অক্টোবর ২০১৯

বাগেরহাটে মাদকাসক্ত ছেলে রাসেল মল্লিকের হাতে মা রাবেয়া মল্লিক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আটক রাসেল শাহজাহান মল্লিকের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ হত্যাকাণ্ডের খবর পেয়ে বাগেরহাট মডেল থানা, পিবিআই ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত জব্দ করে।

পরিবারের অভিযোগ, রাসেল মল্লিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও নেশা থেকে ফেরানো যায়নি। রোববার সকালে মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রাসেল। এই হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, মায়ের সঙ্গে রাসেল মল্লিক একই বাড়িতে থাকতেন। সকালে মায়ের কাছে টাকা ও মোবাইল চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকে নির্মমভাবে হত্যা করে সে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক রাসেলকে গ্রেফতার করি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি