ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাউফলে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ১২:৪৯, ২০ অক্টোবর ২০১৯

পটুয়াখালীর বাউফলে সিদ্দিকুর রহমান শরিফ (৫০) নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বগা ইউনিয়নের সাবপুরা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এম জামাল আহম্মেদের বাড়ির কাছে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়ির অদূরে মুদি-মনোহরী দোকান করতো সিদ্দিকুর রহমান। দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে রাস্তার ওপর জবাই করে চলে যায়। কয়েক পথচারী রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আখতার-উজ-জামান বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

বাউফল থানার ওসি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট ও তদন্ত করে ঘটনায় দোষীদের শিগগির গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি