ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির মায়ের ইন্তেকাল

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:০০, ২০ অক্টোবর ২০১৯

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামান চান্দুর মাতা ফজিলাতুন্নেছা ইন্তেকাল করেছেন  (ইন্না...রাজিউন)।  

শনিবার ভোরে ৭৫ বছর বয়সে পুত্রের কলারোয়ার তুলশীডাঙ্গার বাড়িতে তিনি মারা যান। তিনি উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী গ্রামের মরহুম আব্দুল গফ্ফার বিশ্বাসের স্ত্রী। বেলা ১১টার দিকে কলারোয়া মডেল হাইস্কুল চত্বরে ও বাদ জোহর বড়ালী গ্রামে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। উভয় জানাজায় স্থানীয় মুসল্লিদের পাশপাশি মরহুমার স্বজনরা উপস্থিত ছিলেন। কলারোয়ার সন্তান চট্রগ্রাম অঞ্চল কর কমিশনার আবুল কালাম কায়কোবাদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন প্রমুখ মরহুমার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি