ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ২০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুর হোসেন সুমন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের বাড়ি ফেনী জেলায়। শনিবার রাতে জোহানসবার্গ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।

নিহত সুমন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের হাজী জাবেদ আলী বাড়ির আবুল কাশেমের ছেলে। ৪ ভাই ২ বোনের মধ্যে সে পঞ্চম। তার ২ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। সে গত ১২ বছর ধরে আফ্রিকায় ব্যাবসা করে আসছিল। তার ৫টি প্রতিষ্ঠান রয়েছে সেখানে।

নিহতের ভাই নুর ন্নবী জানান, সম্প্রতি প্রবাসী সুমনের দুটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। পরে ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে সে দেশের থানায় মামলা করলে ২ জন ডাকাতকে গ্রেফতার করে আফ্রিকান পুলিশ। এক পর্যায় ডাকাতদের বাকি সহযোগীরা ক্ষিপ্ত হয়ে শনিবার দিনগত রাতে সুমনের দোকানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর পেয়ে পরিবার ও বাড়িতে শোকের মাতম চলছে। তাকে হারিয়ে বাবা-মা শোকে বিহ্বল হয়ে পড়েছে। সুমনের মরদেহ দ্রুত দেশে আনতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দুতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি