ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোটর সাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৩, ২০ অক্টোবর ২০১৯

কাশিয়ানী-ম্যাপ

কাশিয়ানী-ম্যাপ

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটর সাইকেলের ধাক্কায় আতিয়ার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ঘোনাপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার মোল্লা কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান জানিয়েছেন, ঘোনাপাড়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটর সাইকেল আতিয়ার মোল্লাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। 

মোটর সাইকেলটির চালক গোপালগঞ্জ থেকে ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিলো। তবে তাকে এখনও আটক করা যায়নি বলেই জানান ওসি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি