ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ১৮:২১, ২০ অক্টোবর ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির ২৮ হাজার ৬শত টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শনিবার গভীর রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মো. রুবেল হোসেন (৩৫), সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মো. আব্দুল্লাহ (২২) এবং আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মো. জুনাইদ(১৯)।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার মীরাহাটি বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।পরে তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির ২৮ হাজার ৬'শ টাকা উদ্ধার করা হয়।
এঘটনায় সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।র্যাব জানায় উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৭৯ হাজার এক'শ টাকা।
কেআই/
আরও পড়ুন