ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে বিকাশ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ২০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ফরিদপুরের ভাঙ্গায় মুদি ব্যবসায়ী বিকাশ সাহা হত্যা মামলার রায়ে চার জনের ফাঁসির আদেশ দিয়েছেন ১ম যুগ্ম জজ আদালতের বিচারক মোসাঃ কামরুন্নাহার বেগম। রোববার বিকালে ৪ আসামির মধ্যে ৩ জনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। 

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রামাণিত হওয়ায় রায়ে আসামিদের ৪ জনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- আলামিন শেখ, স্বপন মুন্সি, মোঃ নাহিদ শেখ ও আইনাল শেখ। এদের সকলের বাড়ি ভাঙ্গা উপজেলা চৌধুরী কান্দা সদরদি গ্রামে। এদের মধ্যে আলামিন শেখ পলাতক রয়েছে। 

আদালতের অতিরিক্ত (পিপি) এম এ সালাম জানান, ২০১৭ সালের ৩০ মার্চ রাত ১০টা ২৪ মিনিটের সময় ফরিদপুরের ভাঙ্গা বাজার হতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আসামিরা বিকাশ সাহাকে তার বাড়ির অদূরে একটি বাশঁ ঝোপের ভিতর নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ৩১ মার্চ নিহতের ভাই উত্তম কুমার সাহা বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি