ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি ২ ভাই আটক

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২, ২১ অক্টোবর ২০১৯

নড়াইলের বড়কালিয়া মৎস্যপট্টি থেকে ছয় কেজি গাঁজাসহ ২ ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিনগত রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- বড়কালিয়া মৎস্যপট্টি বাজার এলাকার দুলাল সমাজ্জাদারের দুই ছেলে বিপ্লব (৫৫) ও অসিম (৪৫)। ডিবি পুলিশের এসআই সৈয়দ জমারত আলীর নেতৃত্বে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। নড়াইলকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি