ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরে ৫ উগ্রপন্থী গ্রেফতার

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২, ২১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রংপুর নগরীর আলমনগর থেকে উগ্রপন্থী সন্ত্রাসী দলের ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক বই-লিফলেটসহ অন্যান্য সামগ্রী।

রোববার সন্ধায় র‌্যাব ১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সন্ত্রাসীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রংপুর মহানগরীতে রাষ্ট্রীয় গুরুত্বপুর্ণ ব্যক্তি এবং প্রজাতন্ত্রের সম্পদের ক্ষতি সাধন, দেশের অখণ্ডতা সংহতি ও জননিরাপত্তা বিনষ্ট করার পরিকল্পনা করছিল।

আটক উগ্রবাদিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বর্তমান সরকার ও ভোটাধিকার ব্যবস্থায় বিশ্বাস করে না এবং দেশের সংবিধান ও জাতীয় সংসদকেও স্বীকার করে না। এরা নিজেদের মতাদর্শের মানুষদের কাছ থেকে চাঁদা তুলে দেশ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলেও জানায় র‌্যাব।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি