ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩, ২১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সয়দাবাদে ল্যাবএইচ ক্লিনিকে ভুল চিকিৎসায় রাশিদা খাতুন (৩৪) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত রাশিদা খাতুন সদর উপজেলার পঞ্চসোনা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। তার সদস্যজাত শিশুসহ ৩টি সন্তান রয়েছে।

নিহতের স্বামী মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, প্রসব ব্যথা উঠলে স্বজনেরা ওই প্রসূতিকে গত ৫ অক্টোবর বিকালে সয়দাবাদের কড্ডার মোড়ের অবস্থিত ল্যাবএইচ ক্লিনিকে ভর্তি করায়। এরপর রাতে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সজিব তার তল পেটে কয়েকটি স্থানে কেটে সিজার করে সন্তান বের করে। যা ভুল চিকিৎসার কারণে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠে। এরপর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ও পরে ঢাকার হলি ফ্যামেলি হাসপাতালে কদিন চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এরপর আজ সোমবার ভোর রাতে সে নিজ বাড়িতে মারা যায়।

এ ব্যাপারে ল্যাবএইচ ক্লিনিকের পরিচালক ফিরোজ আহমেদ বলেন, চিকিৎসকের দায় আমরা নিবো কীভাবে?

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমাদের জানা নেই। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি