ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে ধানক্ষেতে মিলল পল্লী চিকিৎসকের মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ২১ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:০১, ২১ অক্টোবর ২০১৯

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় একটি ধানক্ষেত থেকে জয়নাল আবেদীন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সোনাপুর বাজারের পার্শ্ববর্তী ফুলকার চরের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়নাল হোসেন সোনাপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য তাহেজ আলী জানান, পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন শনিবার সকালে সোনাপুর বাজারের উদ্দেশে রওয়ানা দেওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে লোকজন হাঁটতে গেলে তাকে রাস্তার পাশে ধানক্ষেতে মৃত অবস্থায় দেখতে পান। নিহতের শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধানক্ষেতে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সদস্যদের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি