ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিয়ের দায়ে বর কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

প্রকাশিত : ২৩:২৮, ২১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিয়ের দায়ে কারাগারে গেছে বর অন্তর ঋষি-(২১)। সোমবার রাত সাড়ে ৭টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়া বর অন্তর ঋষিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় ভ্রাম্যমান আদালত কনে হেনা ঋষি-(১৪) কে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত স্বামীর বাড়িতে পাঠাবেন না মর্মে কনের পিতা-মাতার কাছ থেকে মুচলেকা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের রাজেন্দ্র ঋষির ছেলে অন্তর ঋষির সাথে একই এলাকার মাধব ঋষির কন্যা হেনা ঋষির দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিল। গতকাল সোমবার সকালে প্রেমিকযুগল বাড়ি থেকে পালিয়ে হবিগঞ্জ জেলার নোটারী পাবলিকের কার্যালয়ে গিয়ে নিজেদের বয়স বাড়িয়ে বিয়ে করে। বিয়ের পর সন্ধ্যায় অন্তর তার স্ত্রী হেনাকে নিয়ে নিজ বাড়িতে চলে আসলে স্থানীয় মেম্বার নির্মল চন্দ্র দাসের মাধ্যমে বিষয়টি জানতে পেরে রাত ৭টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বরের বাড়িতে উপস্থিত হয়। পরে বর অন্তর ঋষিকে বাল্য বিয়ে করার দায়ে বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৭এর ১ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং কনে হেনা ঋষিকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার স্বামীর বাড়িতে পাঠাবেনা মর্মে তার মা-বাবার কাছ থেকে মুচলেকা আদায় করেন।
    
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়ার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, বর-কনের বয়স বাড়িয়ে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেটকে অবহিত করা হবে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি