ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২২ অক্টোবর ২০১৯

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরেকজন।

সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোসাইডাঙ্গী এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কল্যাণপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে মো. জিয়া (৪০) এবং বড় মাঝগ্রামের কেরামত সরদারের ছেলে মো. হাসান (৩০)।দুর্ঘটনায় আর দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী মো. শফি (৪০) কুমারখালী উপজেলার খোর্দবন গ্রামের এসকেন সরদারের ছেলে।

খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, জিয়া, হাসান ও শফি একসঙ্গে ব্যবসা করেন। রাতে তারা এক মোটরসাইকেলে করে কুমারখালীর শিলাইদহ থেকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর বাজারে যাচ্ছিলেন সার্কাস দেখতে। খোকসার গোসাইডাঙ্গী জব্বার মোড় এলাকায় তাদের মোটরসাইকেল রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই জিয়ার মৃত্যু হয়। পরে পুকুরে ডুবে নিখোঁজ হাসানকে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আর আহত শফিকে হাসপাতালে নেওয়া হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি