ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আশুলিয়ায় জমি দখলের অভিযোগে ইউপি সদস্য আটক

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১৩:২৬, ২২ অক্টোবর ২০১৯

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও স্বর্ণিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল ইসলাম ভুইয়াকে (৩২) আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটক মঈনুল ইসলাম আশুলিয়ার গাজিরচট এলাকার আব্দুস সালাম ভুইয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, মাকসুদা বেগম নামে এক নারী বাইপাইল এলাকায় তার মার্কেটের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ করেন ইউপি সদস্য মঈনুল ইসলামের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই রাতে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি