ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৫, ২২ অক্টোবর ২০১৯

'জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় বিআরটিএ, পাবনা সার্কেল এর আয়োজনে ও জেলা প্রশাসন এর সহযোগিতায় প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. আবু জাফর, সড়ক ও জনপদ বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, বিআরটিএ পাবনা সার্কেল এর সহকারী পরিচালক আব্দুল হালিম, মির্জা শহীদুল্লাহ্ প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। 

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি