ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষিকা নিহত

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৯, ২২ অক্টোবর ২০১৯

পাবনার চাটমোহরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চামেলি রানী (৫২) নামে এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চামেলী ছাইকোলা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ছাইকোলা বাসষ্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন কলেজ শিক্ষিকা চামেলী রানি। গাড়িটি সবুজপাড়া ব্রিজ এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে সিএসজি অটোরিকশা পাশেই একটি খাদে পড়ে যায়।

এতে চামেলীসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চামেলী রানিকে মৃত ঘোষণা করেন। 

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি