ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আশুলিয়ায় আগুনে পুড়ে ১০ দোকান ভস্মীভূত

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৩, ২২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূর শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি টিনশেডের আঁধাপাকা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ছোট-বড় অন্তত দশটি দোকান পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান জানান, দুপুরে হঠাৎ করেই বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় অগ্নিকান্ডে ইটের দেয়াল ও উপরে টিনের তৈরি দোকানগুলো সম্পূর্ণ পুড়ে ছাই যায়।
 
তিনি আরও জানান,অগ্নিকান্ডে ইয়াকুবের লেপতোষকের দোকান, মোশারফের হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকান, শাহীনের সাড় ও কীটনাশকের দোকান, কামাল, কাদের দেওয়ান ও শোভারনের মুদি মনোহরী দোকান, জাহাঙ্গীরের ইলেকট্রিক দোকানসহ ১০টি দোকান পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আনুমানিক পৌনে তিনটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে বাজারের লেপতোষকের দোকানেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি