ঢাকা, রবিবার   ০২ ফেব্রুয়ারি ২০২৫

খুলনায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ২৩ অক্টোবর ২০১৯

খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সজিব খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনায় ডেঙ্গুজ্বরে মৃতের সংখ্যা দাঁড়াল ২১ জনে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সজীব গোপালগঞ্জ জেলা সদরের পুটিবাড়ি এলাকার সাইদ খানের ছেলে।

খুমেক হাসপাতালের আরপি ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, সজিব খান নামের ওই যুবক গোপালগঞ্জ থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় খুমেক হাসপাতালে ভর্তি হন। তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি