ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জীবনানন্দ দাসের প্রয়াণ দিবসে কুমিল্লায় আবৃত্তি অনুষ্ঠান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৩, ২৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

কবি জীবনানন্দ দাসের প্রয়াণ দিবসে ‘বাংলার মুখ জীবনানন্দ দাস স্মরন’ শীর্ষক আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র মিলনায়তনে কুমিল্লার আবৃত্তি সংসদ সমূহের আয়োজনে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক কবি হোসাইন কবির। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অজিতগৃহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।

অনুষ্ঠানে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন, রাশেদ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল আনোয়ার, আবৃত্তি শিল্পী বিপ্লব সাহা।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও শব্দশ্রুতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি তাহমিনা বেগম, কবিতাবৃত্তর সাধারন সম্পাদক খলিরুর রহমান শ্রভ্র, স্মরনসভা উদযাপন কমিটির সদস্য সচিব ও ধ্বনিচিত্র বির্নিমান পাঠশালার সভাপতি মো. আল আমিন, কবিতাবৃত্তের সভাপতি সুলতানা পারভীন দীপালি, সাধারণ সম্পাদক রাশেদুল হক, ব্যাক ব্যঞ্জনার সভাপতি রাকা সোহানা শারমিন খন্দকারসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে আবৃত্তি সংগঠন সমূহের কবিতা আবৃত্তিসহ আবৃত্তি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি