ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আর নেই

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ২৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা ওরফে ভিপি মুসা (৪৮) আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। মঙ্গলবার রাত ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

মোশারফ হোসেন মুসা চরভদ্রাসন উপজেলার হোসেন আলী শেখের পুত্র ও স্থানীয় গাজিরটেক ইউনিয়নের চর অযোদ্ধা তেলীবাড়ি বাজার এলাকার বাসিন্দা ছিলেন।

২০১৯ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন মুসা। তিনি ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ সংসদ নির্বাচিত ভিপি ছিলেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ৩টার দিকে এক স্বজনের জানাযা থেকে ফেরার পথে অসুস্থতা বোধ করলে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পথেই তার মৃত্যু হয়েছিল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি