ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

টঙ্গীতে আগুনে পুড়ল ঝুটের সাতটি গোডাউন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৬, ২৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ১০:১৯, ২৪ অক্টোবর ২০১৯

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় আগুনে পুড়ে গেছে ঝুটের সাতটি গোডাউন ও তিনটি দোকান।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গী মিলগেট এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। টঙ্গীর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ভোরে টঙ্গী মিলগেট এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পার্শ্ববর্তী কয়েকটি ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গীর চারটি ইউনিট ও উত্তরার একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে সাতটি ঝুটের গোডাউন ও তিনটি দোকান পুড়ে যায়।

তিনি আরও জানান, আগুন নেভাতে গিয়ে দেয়াল চাপা পড়ে ফায়ার সার্ভিসের মাসুদ রানা নামে এক কর্মী আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি