ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাঙ্গলকোটে বন্দুকযুদ্ধে কিশোরসহ গুলিবিদ্ধ ২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৫, ২৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লার নাঙ্গলকোটে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তা-ধস্তিতে এক কিশোরসহ ২জন গুলিবিদ্ধ হয়েছে। জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামে রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, রাতে  মাদক মামলার আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। এসময় সোহাগ নামের এক আসামিকে পুলিশ আটক করতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তা-ধস্তি বেঁধে যায়। এসময় আসামি পক্ষের লোকজনের হাত লেগে গুলি ছুটলে এক কিশোরসহ দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। 

তবে স্থানীয়দের দাবী জামিনে থাকা সোহাগকে পুলিশ আটক করতে গেলে সোহাগ জামিনে থাকা কাগজ দেখানোর পরও পুলিশ তাকে হাতকড়া পরাতে গেলে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। এসময় পুলিশ গুলি ছুড়লে দুইজন গুলিবিদ্ধ হয়।  পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আহত রাকিব (১৫) বাঙ্গড্ডা গ্রামের কবীরের ছেলে ও একই গ্রামের ফারুক (৩০) মো. মফিজের ছেলে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি