ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:১০, ২৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম জগদিশ চন্দ্র পাল (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মগড় গ্রামের মৃত জতিন্দ্র চন্দ্র পালের ছেলে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে ষ্টেশনের উত্তর আউটারে রেলওয়ে ব্রিজ সংলগ্ন কালীমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জগদিশ আখাউড়া- লাকসাম নির্মাণাধীন রেলপথের তমা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতের কারণ জানা যায়নি। তবে রেলওয়ে ব্রিজ পারাপারের সময় এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি। 

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি