ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সাভারে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় দুই প্রতারক আটক

সাভার প্রতিনিধিঃ

প্রকাশিত : ২০:২৬, ২৪ অক্টোবর ২০১৯

রাজধানী ঢাকার অদূরে সাভারে সাংবাদিক পরিচয়ে একটি বেসরকারী কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজির সময় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার শাহীবাগ থেকে তাদের আটক করা হয়।

আকটকৃতরা হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বড় মির্জাপুর এলাকার সাইফুল ইসলাম মিয়ার ছেলে বিদ্যুত আহমেদ মিয়া (৩২) এবং গোপালগঞ্জ জেলার সদর থানাধীন উলপুর গ্রামের মোঃ সাহেব আলী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (৩৯)। তবে প্রতারক চক্রটির মূল হোতা মফিজুর রহমান সোহেলসহ বাকিরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

সাভার পৌর এলাকা শাহীবাগের লিটল স্টার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ তাজুল ইসলাম খান জানান, মফিজুর রহমান সোহেলসহ আরও কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গত ১৬ অক্টোবর বুধবার ওই স্কুলে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। এক পর্যায়ে স্কুল কর্তৃপক্ষ তাদের নগদ ৫ হাজার টাকা চাঁদা দিয়ে বিদায় করে। পরবর্তীতে চক্রটির মূল হোতা মফিজুর রহমান সোহেলসহ ৫ থেকে ৭ জন ব্যক্তি আবারো ২৩ অক্টোবর বুধবার রাতে স্কুলটিতে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। 

এসময় মফিজুর রহমান সোহেলসহ বিদ্যুৎ আহম্মেদ,  রতন বিশ্বাস ও ইব্রাহিম খলিল চাঁদার টাকা না দিলে স্কুলটি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি জানাজানি হলে এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে প্রতারকচক্রটির দুই সদস্যকে আটক করতে পারলেও চাঁদাবাজদের মূল হোতা মফিজুর রহমান সোহেলসহ বাকিরা পালিয়ে যায়। পরে আটক দুই প্রতারককে গণপিটুনি দিয়ে রাতেই পুলিশে সোপর্দ করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয়রা দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি