খুলনায় ডেঙ্গু রোগীর মৃত্যু
প্রকাশিত : ০৯:৪৭, ২৫ অক্টোবর ২০১৯
খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইব্রাহিম শেখ (৭৭) নামে একজন ডেঙ্গু রোগী মারা গেছেন।
বৃহস্পতিবার রাত একটার দিকে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামে।
ইব্রাহিম শেখের ছেলে ইবনুল হাসান মিনার একুশে টিভিকে জানান, জ্বর ও শ্বাসকষ্ট হাওয়ায় গত মঙ্গলবার তার বাবাকে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে গত বুধবার রাতে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা করার পর চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে তার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত একটার দিকে তিনি মারা যান।
তিনি বাড়ি থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে পরিবারের সদস্যরা জানান। সাম্প্রতিক সময়ে তিনি খুলনার বাইরে যাননি।
আজ শুক্রবার জুম্মাবাদ জানাজা শেষে মরদেহ ব্রহ্মগাতী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ নিয়ে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। খুলনায় সর্বপ্রথম ডেঙ্গু আক্রান্ত মর্জিনা বেগম নামে যে রোগী মারা গিয়েছিলেন তিনিও দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন