ভোলায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের দোয়ার কর্মসূচী স্থগিত
প্রকাশিত : ০৯:৫২, ২৫ অক্টোবর ২০১৯
ভোলায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ শুক্রবার দুপুর ৩টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মোনাজাতের আহ্বান করলেও অবশেষে তা স্থগিত করা হয়েছে।
সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যুগ্ন সচিব মাওলানা মিজানুর রহমান জানান, ইতিপূর্বে প্রশাসন মৌখিকভাবে তাদের অনুমতি দিলেও বৃহস্পতিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। অনুমতি না পাওয়ায় তারা তাদের অনুষ্ঠানে প্রধান অতিথি চরমোনাই পীর মাওলানা মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের সাথে আলোচনা করে তাদের দোয়ার কর্মসূচী স্থগিত করেন।
উল্লেখ্য,বোরহানউদ্দিনের ঘটনায় নিহতদের জন্য এই দোয়ার আহ্বান করে ভোলা সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। জেলা প্রশাসন বোরহানউদ্দিনের ঘটনার পর দিনই পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করেন।
আরও পড়ুন