ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় বাস খাদে পড়ে মা-মেয়েসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ২৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ১১:৩১, ২৫ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জের রহবলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

বৃস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার পাকুড়তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের নাম পরিচয় জানা যায়নি। তবে একজন নারী এবং তার ৫ বছর বয়সী মেয়ে এবং অপর এক শিশু রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল রাহবার এন্টারপ্রাইজের একটি বাস। বৃষ্টির কারণে বাসটি শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্বে ধান ক্ষেতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন। খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করেন। বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি