ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাভারে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১৩:৪৮, ২৫ অক্টোবর ২০১৯

রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভারে পুলিশের ওপর হামলা, মাদক ও হত্যাসহ একাধিক মামলার আসামি কৃষ্ণপালকে গ্রেফতার করেছে পুলিশ। সে সাভার গার্লস স্কুল রোডের পাল পাড়ার নকুল পালের ছেলে।

শুক্রবার সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার কৃষ্ণপাল সাভার পৌর আওয়ামী লীগ নেতা মজিদ হত্যার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই আসামিকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ওই আসামিকে থানায় নেওয়ার সময় সাভারের নামাবাজার এলাকায় আসলে হাতকড়াসহ পালিয়ে যায়। পরে নামাবাজার ঘিরে রেখে পালানোর প্রায় আধাঘণ্টা পর আবার তাকে গ্রেফতার করা হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি