ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে আগুনে পুড়ে ছাই ঝুটের গোডাউন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ২৫ অক্টোবর ২০১৯

সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর ওয়াপদা বাঁধ সংলগ্ন চররায়পুর এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে গোডাউনের মালিক।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক‘ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মোস্তাফিজুর রহমান জানান, মেসার্স সুমন রাইচ মিলের মালিক আব্দুস সালামের ঝুটের গোডাউনে আগুন লাগে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

ঝুট গোডাউনের মালিক আব্দুস সালাম জানান, ৩০ হাত বাই ১৩ হাত বিশিষ্ট্য ঝুটের গোডাউনটিতে আগুন লাগে। এতে ঝুট ভর্তি ঘরটি পুরো পুড়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

তিনি বলেন, পুড়ে যাওয়া ঝুট মিলের নামে ইন্সুরেন্স করা আছে। কর্তৃপক্ষের নিকট ক্ষতিপূরণ দাবি করেন আব্দুস সালাম। 

আই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি