ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পায়ুপথে বাতাস দিয়ে শিশু শ্রমিককে হত্যা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৩, ২৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ২০:৩৮, ২৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বগুড়ার কাহালুতে জুট মিলের আলাল (১২) নামের এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস দিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।এঘটনায় জড়িত তারই সহকর্মী যতিন (১৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মুরইল এলাকার আফরিন জুট মিলে এ ঘটনা ঘটে।নিহত আলাল(১২)কাহালুর ঢাকন্তা গ্রামের মোতাহার আলীর ছেলে।

জানা গেছে, আফরিন জুট মিলে সকাল থেকে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছিল।বেলা ১১টার দিকে সবার অগোচরে যতিন মেশিনের পাইপ দিয়ে অপর শিশু শ্রমিক আলালের পায়ুপথে বাতাস দেয়।এতে আলালের পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে।এই বিষয়টি জানাজানি হলে আলালকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আলাল মারা যায়।

এদিকে, পুলিশ খবর পেয়ে জুট মিল থেকে যতিনকে গ্রেফতার করে। সে শাজাহানপুর উপজেলার খরনা গ্রামের সন্তোষ কুমারের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন,‘এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।’
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি