ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

সাভারে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৩, ২৫ অক্টোবর ২০১৯

সাভারে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। এসময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেন র‌্যাব।

শুক্রবার বিকেল ৪টার দিকে সাভারের রাজ ফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রিকালে ক্রেতা সেজে তাদের আটক করেন।মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত পিকআপ থেকে ২৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকৃতরা হল, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার দৌরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন ছেলে মো. আমজাদ হোসেন (৪৪) ও  একই থানার দাদুল পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাইম ইসলাম(৩৮)।

র‌্যাব-৪ এর সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মেজর শিবলী মোস্তফা জানান, আসামীরা দিনাজপুর জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেন্সিডিল আমদানী করে সাভার ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো বলে র‌্যাব ৪ জানান।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা এসব তথ্য র‌্যাবের নিকট জানিয়েছেন।

আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি