ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলে কমিউনিটি পুলিশ ডে পালিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩১, ২৬ অক্টোবর ২০১৯

বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে কমিউনিটি পুলিশ ডে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে শনিবার (২৬ অক্টোবর) শোভাযাত্রা, আলোচনা সভা ও  প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সকাল ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে জেলার শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচীতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ ইমরান, কমিউনিটি পুলিশের জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান মল্লিকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি