ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে নারী ধর্ষণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৩, ২৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ সদস্য পরিচয় দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে আসাদুজ্জামান সাগর (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার কেঁড়াগাছি গ্রামের আনিছুর রহমানের ছেলে। 

আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, এএসআই নুর আলী, এএসআই রকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫ অক্টোবর রাতে তার বাড়ি থেকে তাকে আটক করেন। 

তিনি আরও বলেন, আটক যুবক নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে এক নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় কলারোয়া থানায় তার বিরুদ্ধে মামলা হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি