ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত 

বাগেরহাট প্রতিনিধি  

প্রকাশিত : ১৭:৪৩, ২৬ অক্টোবর ২০১৯

'পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি' এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে  নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার পুরাতন জেলখানার সামনে থেকে সকাল দশটায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যারিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে জেলা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। 

পরে স্বাধীনতা উদ্যানে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট চার আসনের সংসদ সদস্য মো. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, কমিউনিটি পুলিশিং বাগেরহাট জেলা সমন্বয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু প্রমুখ।

বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদসহ নানা অপরাধ দমনে পুলিশ জনগণকে সাথে নিয়ে কাজ করবে। এর আগে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে কর্মসুচির উদ্বোধন করা হয়। পরে সেচ্ছায় রক্তদান কর্মসুচি ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি