ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

চাকরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০২, ২৬ অক্টোবর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় অর্থ আত্মসাৎ করায় দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে নবীনগর থানা পুলিশ তাদেরকে বরিশাল সদর থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার মনোহরদী থানার মৃত সাহার আলীর ছেলে আব্দুর রহিম (৩৩) ও ঝালকাঠি জেলার মির্জাপুর এলাকার মৃত সোলায়মান খাঁর ছেলে ইয়াছিন খাঁ (খন্দকার বাবর)। এ বিষয়ে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। 

এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান জানান, প্রতারক খন্দকার বাবর আওয়ামী লীগ নেতা খন্দকার মোশারফ হোসেনের ভাই বলে ও সরকারি বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলভনে বিভিন্ন সময় মানুষজনদের কাছ থেকে কৌশলে টাকা আত্মসাৎ করত। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগের সময় চাকরি দেওয়ার কথা বলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপালপুর গ্রামের আবু মুছার ছেলে ইছহাক কাছ থেকে পর্যায়ক্রমে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। 

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার মামলা করলে পুলিশ অনুসন্ধান চালিয়ে বাবর ও তার সহযোগী রহিমকে গ্রেফতার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, বিশেষ শাখার ডিআইও-১ ইমতিয়াজ আমম্মেদ ও নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি