ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং দিবস পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৫, ২৬ অক্টোবর ২০১৯

'পুলিশের সাথে কাজ করি, মাদক- জঙ্গি- সন্ত্রাস মুক্ত দেশ করি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শোভাযাত্রা , কেক কাটা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্য্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে বড়বাজার সদর থানা চত্বরে এসে শেষ হয়। পরে সদর থানা চত্বরে রক্তদান কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশিং কমিউনিটি ডেকে কেক কাটা হয়।

শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের ড্রিল সেটে পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশের প্রধান উপদেষ্টা জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে  প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক এস এম ইসরাফিল।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি