ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৩১, ২৬ অক্টোবর ২০১৯

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর টাউন হলে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক। পরে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। 

দিবসটি উপলক্ষে পুলিশ লাইন্সের শহীদ আরআই আবদুল হালিম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি প্রফেসর আমির আলী চৌধুরীসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে পুলিশ লাইন্সে আধুনিক মানসম্পন্ন একটি সেলুন ও শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তন ফিতা কেটে উদ্বোধন করেন ডিআইজি। 
এছাড়া দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করা হয়।

টিআর/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি