ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাংবাদিকদের সঙ্গে মাশরাফির মতবিনিময়

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ২৭ অক্টোবর ২০১৯

নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মাশরাফি বিন মর্তুজা বলেন, নড়াইলের সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অতি প্রয়োজন। এর আগে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে মাশরাফিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেয়া হয়। 

নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি