ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের স্বাস্থ্যসেবার সুনাম বহির্বিশ্বে ছড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২০, ২৭ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দেশের স্বাস্থ্যসেবার মান বহির্বিশ্বে ছড়িয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান পূর্বের তুলনায় অনেক উন্নত হয়েছে। যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

রোববার (২৭ অক্টোবর) টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নবনির্মিত ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সকল শিশুকে নিরাপদ রাখতে ভ্যাকসিন (টিকা) দেয়া হয়েছে। যার সম্মান স্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। এটা দেশের জন্য অনেক গর্বের বিষয় বলেও জানান মন্ত্রী। 

অনুষ্ঠানে চার এমপি- জোয়াহেরুল ইসলাম, ছানোয়ার হোসেন, ছোট তানভীর হাছান মনি ও আহসানুল ইসলামসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি